ফিচার

সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম এর ইফতার ও আলোচনা সভা

By Daily Satkhira

June 16, 2018

নিজস্ব প্রতিবেদক: অফুরন্ত আলোর ঝর্ণাধারায় উৎসারিত জ্ঞানার্জনের তীর্থভূমি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক শিক্ষার্থী সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সাউথ-বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক মো. মো. সাহিদুর রহমান, বাগেরহাটের যুগ্ম-জেলা জজ মো. শাহিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ড. আসাদুল ইসালাম, বিএল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আবু তালেক, সাতক্ষীরার উপ-কর কমিশনার মো. শামসুজ্জামান, সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক আব্দুল হাই, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মো. আকবর হোসেন সরদার, সাতক্ষীরা সরকারি কলেজ এর প্রভাষক মো. আবুল কালাম আজাদ, প্রভাষক মো. মাহফুজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সাতক্ষীরার সহকারী পরিচালক আনিসুজ্জামান, সল্যুশন ফোর্স লিমিটেডের চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মারুফ বিল্লাহ, এশিয়ান টিভির সিনিয়র নিউজ এডিটর বাবুল আকতার, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ওহিদুজ্জামান, সাতক্ষীরা সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সোনালী ব্যাংক ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান (মন্ময় মনির), জনতা ব্যাংক কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে দীর্ঘদিন পরে একই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা আবারো মিলিত হয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। সকলের অংশগ্রহণে একসময় পুরো অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। সবার মাঝে ছিলো প্রাণের ছোঁয়া, ছিলো অনেক স্মৃতি মাখা অতীতের গল্প। ইফতার অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, সাতক্ষীরার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক- অলোক কুমার তরফদার, মো. আকবর হোসেন সরদার ও কাজী আসাদুল ইসলাম, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম। কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।