আন্তর্জাতিক

চীনা পণ্যে ২৫ ভাগ শুল্ক বসালেন ট্রাম্প

By Daily Satkhira

June 16, 2018

আন্তর্জাতিক ডেস্ক: মেধাস্বত্ত্ব চুরির অভিযোগ তুলে চীনা পণ্যের উপর ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ বিলিয়ন ডলার শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র।

আগামী ৬ জুলাই থেকে শুল্কারোপ কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নতুন এই মার্কিন সিদ্ধান্তের কারণে চীনের আটশোরও বেশি প্রযুক্তিনির্ভর পণ্যের উপর এর প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের কারণে চীন কোনো পাল্টা ব্যবস্থা নিলে নতুন করে আরো পণ্যের উপর ১৬ বিলিয়ন ডলার শুল্কারোপের কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।

যদিও এরই মধ্যে চীন সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। আর এতে করে বাণিজ্য যুদ্ধের আশংকা বাড়ছে।

ওয়াশিংটন চায়, আমেরিকার পণ্যের ডিজাইন ও ধারণার অনুকরণে পণ্য উৎপাদনের চর্চা বন্ধ করুক বেইজিং।