খেলা

ব্রাজিলের হেক্সা মিশন শুরু রবিবার

By Daily Satkhira

June 17, 2018

খেলার খবর: ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের চতুর্থ দিনের তৃতীয় ম্যাচে রবিবার মাঠে নামছে ব্রাজিল এবং সুইজারল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটা ৬ষ্ঠ শিরোপা জয়ের মিশন। এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যালেন্সড টিম বলা হচ্ছে তিতের দলকে। ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলের মাটিতেই। ঘরের মাঠে নেইমারদের লক্ষ্য ছিল শিরোপা খরা কাটানো। কিন্তু তাই ২০০২ সালের পর বিশ্বকাপের স্বাদ না পাওয়া ব্রাজিল সেমিফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়। সেই হারের লজ্জা কাটিয়ে এখন দুর্দান্ত দল হয়ে উঠেছে হলুদ জার্সিধারীরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তিতের দল। জার্মানির কাছে সেই হারের দুঃসহ স্মৃতিকে শক্তিতে পরিণত করে এবারের আসরে ভালো পারফরমেন্স করার ইঙ্গিত দিয়ে রাখছেন ব্রাজিলের কোচ তিতে। তিনি বলেছেন, ‘আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল। আমরা চাই অতীত খেকে শিক্ষা নিয়ে এবারের আসরে ভালো ফল অর্জন করতে। প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’

গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল স্ইুজারল্যান্ড। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রেখেছে তারা। ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখানোর অঙ্গীকার নিয়ে সুইস অধিনায়ক স্টেফান লিচেটস্টেইনার বলেন, এবারের আসরে ভালো কিছু করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল। এজন্য শুরুটা জয়ে দিয়ে হওয়া জরুরি। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব আমরা।’