খেলা

নাইজেরিয়াকে সহজেই হারাল ক্রোয়েশিয়া

By Daily Satkhira

June 17, 2018

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এতোবুর আত্মঘাতী গোলের পাশাপাশি ক্রোয়েশিয়ানরা উদযাপনের উপলক্ষ পেয়েছে লুকা মদ্রিচের পেনাল্টি শটে। কোনো গোলের দেখা না পাওয়ায় ম্যাচ হেরে সুপার ঈগলদের কাটল দুঃস্বপ্নের রাত।

গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে কালিনিনগ্রাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে নামে আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়া ও ইউরোপের শক্তিশালী দল ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয় দুই দল। প্রথম সাক্ষাতেই দুর্বল রক্ষণের খেসারত দিয়েছে নাইজেরিয়া। নিজেদের ভুলেই দুই গোল হজম করেছেন মিকেল-মোজেসরা। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে ক্রোয়েশিয়া।

এই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া। ম্যাচসেরা হয়েছেন ক্রোয়েশিয়ার রিয়াল তারকা লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার স্কোর বোর্ডে প্রথম গোল যুক্ত হয় নাইজেরিয়ার ডিফেন্সের ভুলে। লুকা মদ্রিচের কর্নার থেকে বল পেয়ে মানজুকিচের হেড এতোবুর গায়ে লেগে ব্যাক পোস্ট থেকে নাইজেরিয়ার গোলে ঢুকে যায়। ৩২ মিনিটের মাথায় এই আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া।

ম্যাচের ৭১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন লুকা মদ্রিচ। নাইজেরিয়ার ডি বক্সে ক্রোয়েশিয়ার মানজুকিচকে জাপটে ধরেন নাইজেরিয়ার একং।

ফাউলের বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন একং। পরে ভিডিও রেফারির সাহায্যে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ।

ম্যাচের শেষ দিকে গোল শোধে মরিয়া হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি নাইজেরিয়া। ফলে ২-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।