খেলা

জার্মানির বিরুদ্ধে মেক্সিকোর গোলে সাত সেকেন্ডের ভূমিকম্প!

By Daily Satkhira

June 18, 2018

খেলার খবর: বিশ্বকাপে জার্মানির বিপক্ষে মেক্সিকোর জয়টা মেক্সিকানদের কাছে ছিল ঐতিহাসিক এক জয়। এটা এমনই এক জয়, যা রূপ দিয়েছিল কৃত্রিম ভূমিকম্পের! এমন কথা জানিয়েছে মেক্সিকোর আবহাওয়া অধিদফতর!

৩৫ মিনিটে হাভিয়ের এর্নান্দেস বাঁদিকে বল ঠেলে দিয়েছিলেন ঐতিহাসিক সেই গোলটির জন্যে। তাতে লোসানো কাট করে ঢুকে গিয়েছিলেন বক্সে। শক্তিশালী পাওয়ার শটে লক্ষ্যভেদ করে ফেলেন। সেই গোলের নিজেদের আবেগ আর রুখতে পারেননি মেক্সিকো শহরের মানুষ। যে যেখানে ছিলেন সেখানেই লাফিয়ে লাফিয়ে গোল উদযাপন করেছেন। আর তাতে নড়ে বসেছিল রিখটার স্কেলের কাঁটা! সেখানকার ভূতাত্ত্বিক বিভাগ বলছে, খেলার ৩৫ মিনিট পর কৃত্রিম সেই ভূমিকম্পের রিডিং স্থায়ী ছিল সাত সেকেন্ড!

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে এমন বাঁধভাঙা উল্লাস ছিল মেক্সিকানদের। বাঁধভাঙা উল্লাসে কেউ কেউ তাদের জাতীয় সংগীতও গেয়েছিলেন সে সময়।