শ্যামনগর

কাশিমাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ- ১জন গুরুতর আহত

By Daily Satkhira

August 28, 2016

ডি. এম. আব্দুল্লাহ আল মামুন: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলা আশ্রায়ন প্রকল্প সংলগ্ন মাঠে যুব সংঘের আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় শনিবার সন্ধায়। আর সেখানে অনুষ্ঠান চলাকালে কিছু লোক বিতর্কিত ভাবে ঝামেলা শুরু করে। আর সেখানে অনুষ্ঠান দেখতে আসা কালিকাপুর গ্রামের হাকিম বিশ্বাস এর ছেলে সোহেল (১৮) এবং তার ভাই সামিম (২২) কে অতর্কিত ভাবে হামলা করে । সুত্রে জানাগেছে কাশিমাড়ীর ঘোলা প্রকল্প সংলগ্ন মাঠে শনিবার সন্ধা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল,  আর যখন অনুষ্ঠান শেষ পর্যায়ে রাত আনুমানিক ১২ থেকে ১২:৩০ মিনিট এমন অবস্থায় কোন পূর্ব শত্রুতা ছাড়াই হটাৎ করে কমিটির একদল সন্ত্রাসী সাদ্দামসহ তার দলবল নিয়ে সামিম এবং তার ভাই সোহেল কে মারধোর করে এবং মাথা ফেটেযায়। অসুস্থ্য সোহেল’র ভাই সামিম এই প্রতিবেদক কে জানান আমি এবং আমার ভাই আমরা দুই জনও অনুষ্ঠানে গিয়ে ছিলাম, কিন্তু সেখানে অনুষ্ঠান চলাকালে দেখি আমার ছোট ভাই সোহেল কে মারধোর করছে।  আমি সেখানে যেতেনা যেতেই দেখি আমার ভাই সোহেল’র মাথা ফেটে রক্তাত্ত হয়েগেছে। আমি কিছু না বুঝেই দেখি ঘোলা গ্রামের কুরবান আলির ছেলে সাদ্দাম এবং তার সন্ত্রাসী দলবল আমাকে এটাক করে এবং বেধড়ক মারপিট করে। ঘোলা গ্রামের একাধিক ব্যক্তি জানান আমাদের এখানে কুরবান আলীর ছেলে সাদ্দাম, এবং তার সহযোগী সুজন, এবাদুল, রাজগুলের ছেলে মফিজুল, আলামিন সহ আরো কয়েক জন মিলে সোহেল এবং সামিম কে মারধোর করতে থাকলে আমরা যেয়ে পরিস্থিতি শান্তকরি ততক্ষণে সোহেল এর মাথাফেটে রক্ত বের হচ্ছিল। গুরতর অসুস্থ্য সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয়রা তাকে শ্যামনগরউপজেলা সাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন। সে বর্তমানে শ্যামনগর উপজেলা সাস্থ্য কম্পেলেক্সে  চিকিৎসাধীন আছেন।