দেবহাটা

দেবহাটার সখিপুরে ফিরোজা মজিদ ট্রাষ্টের শিক্ষা উপকরণ বিতরণ

By daily satkhira

June 18, 2018

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুর ফিরোজা মজিদ ট্রাষ্টের উদ্যোগে সখিপুর সরকারী দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০ টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সখিপুর সরকারী দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। কর্মসূচীতে ২০০ জন ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিরোজা মজিদ ট্রাষ্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আকবর আলী, প্রাক্তন ইউপি সদস্য আফসার আলী এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা শেফালী মুখার্জ্জী। অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন এমআইএস অফিসার মনিরুজ্জামান মনির ও নাহিদ শাহরিয়ার সবুজ প্রমূখ।