দেবহাটা

দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটি গঠন

By daily satkhira

June 18, 2018

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করার লক্ষ্যে ঈদের পরের দিন রবিবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুল লতিফ। সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আনোয়ারুল হক, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক শিক্ষক মোজাম্মেল হোসেন, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, মাহমুদুল হক লাভলু, আব্দুল হামিদ, প্রচার কমিটির আহবায়ক আর.কে.বাপ্পা, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, শিক্ষক গৌর চন্দ্র পাল, সাখাওয়াত হোসেন, হারুন-অর রশিদ, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের বিভিন্ন উপ-কমিটি গঠন ও আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্নাঙ্গ কমিটি করা হয়। সভায় সকলের সম্মতিক্রমে বিশিষ্ট ব্যাংকার সমাজসেবক কাজী আব্দুল মজিদকে সভাপতি, ডাঃ আব্দুল লতিফকে সিনিয়র সহ-সভাপতি, প্রধান শিক্ষক মদন মোহন পালকে সহ-সভাপতি, আনোয়ারুল হককে সাধারন সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। আগামী ২১ জুলাই নতুন কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। স্কুলের এই শতবর্ষ অনুষ্ঠানকে সফল করতে নতুন কমিটির সভাপতি কাজী আব্দুল মজিদ কমিটির সদস্যদের পাশাপাশি স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থী ও সকলের সহযোগীতা কামনা করেছেন।