কালিগঞ্জ

রতনপুরের বিজয়নগরে অস্বাস্থ্যকর টয়লেট নির্মাণ

By daily satkhira

June 18, 2018

পলাশ দেবনাথ নুরনগর : কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর লাউতলীর খালের পাশ দিয়ে ওয়ার্ল্ড ভিশন কতৃক শত ভাগ স্যানিটেশন কার্যক্রমের অংশ বিশেষ টয়লেট নির্মান করা হয়েছে অস্বাস্থ্যকর ভাবে। টয়লেট নির্মানের জন্য জলাশয় থেকে নির্দ্দিষ্ট দুরত্বের¡ কথা থাকলেও এখানে কোন দুরত্ব না রেখে খালের ভিতরেই টয়লেট নির্মান করা হয়েছে। শুধু তাই নয় টয়লেটের হাউজ থেকে পাইপ লাগানো আছে খালের সাথে। এই পাইপ দিয়ে মল-মুত্র খালের পানিতে পড়ছে এবং দুগন্ধ সহ রোগ জিবানু ছড়াচ্ছে। টয়লেটের গায়ে ওয়ার্ল্ড ভিশনের একটা সাইন বোড আছে যাতে লেখা আছে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বাবহার করুন। উক্ত খালের পাশ দিয়ে হাজার হাজার মানুষের বসতি আছে। তাছাড়া লাউতলীর খালটি বাগমারী, বিজয়নগর, সাতহালীয়া সহ কুলতলী গ্রামের উপর দিয়ে বহমান হওয়ায় খালটির পানির প্রয়োজন সকলের। কিছু মানুষ পানি দূষন করায় অত্র এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। মাত্র কয়েক জনের অসাধু স্বার্থে খালের ভিতরের প্রত্যেকটি টয়লেটের হাউজ খালের সাথে যুক্ত করায় পরিবেশ দূষন করছে তারা। অত্র এলাকার সাধারন মানুষ এই লোক গুলোকে বার বার বলা সত্তেও তারা কর্ণপাত করছেন না। কোন দিশাকুল না পেয়ে সাংবাদিকদের স্মরনাপর্ন হয়েছেন তারা। সরেজমিন গিয়ে দেখা যায় বিজয়নগর গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ীর জন্য ওয়ার্ল্ড ভিশন কতৃক লাউতলীর খালের ভিতরে একটি করে সু-দৃশ্য টয়লেট নির্মান করা হয়েছে কিন্তু টয়লেটের হাউজ গুলোর পাইপ যুক্ত করা আছে খালের সাথে। স্থানীয় মৃত হাকিম গাজীর ছেলে আমজাদ আলী গাজী, মৃত দিন আলী গাইনের ছেলে আনছার আলী গাইন সহ অসংখ্য পরিবারের টয়লেট খালের একবারেই পাড়ে নির্মান করা হয়েছে সাথে হাউজ থেকে পাইপ লাইন করা হয়েছে খালের সাথে। এমতাবস্থায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ সহ অত্র এলাকায় অস্বাস্থ্যকর টয়লেট ও হাউজ গুলো উচ্ছেদের জোর দাবী জানীয়েছেন।