পলাশ দেবনাথ নুরনগর : কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারী লাউতলীর খাল ব্রীজ সংলগ্ন রাস্তার পাশের সরকারী গাছ কেটে নিয়েছে। সরেজমিন গিয়ে দেখা বাগমারী গ্রামের মৃত শাহাজান গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান গাজী রাস্তার পাশের সরকারি জায়গার একটি ইউকালেক্টর গাছ কেটে নিয়েছে। এছাড়া খালের পাশের একটি শিশু ফুল গাছ কাটার কাজ চলছিল। সরকারি গাছ কেটে নিয়ে গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রেখে আড়াল করার চেষ্টা করেছে সে। স্থানীয় কয়েক জনের সহযোগীতায় কর্তন করা গাছের গোড়ার উপর থেকে মাটি সরিয়ে ছবি তুলতে হয়েছে এই প্রতিবেদককে। বড় গাছের একটি গুড়ি পড়ে থাকতে দেখা যায় এবং বাকি অংশ সরিয়ে ফেলেছে বলে স্থানীয়রা জানায়। এ বিষয় সরকারী গাছ কর্তন কারী আমিনুর রহমানের সাথে কথা বললে তিনি গাছ কাটার কথা স্বীকার করে বলেন উক্ত গাছ গুলো আমার লাগানো তাই আমি কেটে নিয়েছি। অত্র এলাকায় এভাবেই একের পর এক খালে পাশের সরকারী গাছ কাটার কারনে সাধারন মানুষের চলাচলের রাস্তায় ভাঙ্গন ধরেছে। এছাড়া গাছ কাটার কারনে কয়েকটি স্থানে রাস্তা মারাত্বক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে। সরকারী গাছ কাটার বিষয় রতনপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি এবিষয় কিছুই জানেন না বলে জানান এবং বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অন্যদিকে খোঁজ খবর নেওয়ার নাম করে নায়েব মোটা টাকার বানিজ্য করে বিষয়টা রফাদফা করছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এমতাবস্তায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।