জাতীয়

বিডিনিউজের ওয়েবসাইট বন্ধের নির্দেশ

By Daily Satkhira

June 18, 2018

নিজস্ব প্রতিনিধি: আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সরকারের ওপর মহলের নির্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিটিআরসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে পাঠানো এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক বন্ধ করতে নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো ওই ই-মেইলে দুটি লিংকগুলো তৎক্ষণাৎ ব্লক করার নির্দেশনা দেয়া হয়। সেগুলো হলো https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/।

এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের ওপর মহলের নির্দেশে। কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক।

সারা দেশে এবং বিদেশের প্রধান প্রধান শহরগুলো মিলিয়ে ৫০০ শতাধিক সংবাদকর্মী রয়েছেন এ পোর্টালটির।

প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেয়া।