শ্যামনগর

শ্যামনগরে সবুজ জ্বালানি ও জলবায়ু সম্মেলন

By daily satkhira

November 24, 2016

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সবুজ জ্বালানি ও জলবায়ু সম্মেলন ২০১৬। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক শ্যামনগরে উপজেলা পরিষদে ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখি’ শ্লোগানে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সহ-সভাপতি শিউলী রানী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গবেষক ও লেখক পাভেল পার্থ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার কবীর, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান জহরুল হায়দার বাবু, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিক’র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় এখনই উদ্যোগ নিতে হবে। আর এ কাজে নেতৃত্ব দিতে হবে যুব সমাজকে। কারণ যুব সমাজ সবুজের প্রতিনিধি। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে যুব সমাজকে শপথ নিতে হবে। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই বৈশ্বিক উষ্ণতা কমানো সম্ভব। আর তাতে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় রোল মডেল হবে শ্যামনগর। সম্মেলনের দ্বিতীয় পর্বে জ্বালানি ও পরিবেশ বিষয়ক গান, কৌতুক ও নাটক মঞ্চস্থ হয়।