শ্যামনগর

শ্যামনগরে বিশ্ব টয়লেট দিবস পালিত

By daily satkhira

November 24, 2016

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা ও টয়লেট ব্যবহার প্রদর্শণী করা হয়েছে। গত ২৪ নভেম্বর ‘স্বাস্থ্য সম্মত পায়খানা এবং আয়বর্ধন সক্ষমতা’-এ প্রতিবাদ্যকে সামনে রেখে উন্নয়নের জন্য ওয়াশ প্রকল্পের আওতায় চ্যারিটি ওয়াটার অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড-বাংলাদেশ সহযোগিতায়, সুশীলন বাস্তবায়নে শ্যামনগর উপজেলার আটুলিয়া, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়। এ সময় প্রধান শিক্ষক আঃ সবুর, সুপারঃ মাওঃ হাবিবুর রহমান, ওয়াশ প্রকল্পের সম্বনয়কারী সাধন সরকার, টেকনিক্যাল অফিসার মসিয়ার রহমান, এফএফ বিথীকা রাণী, সঞ্জয় কুমার মন্ডল, সাদিয়া সুলতানা, মিজানুর রহমান সহ শতশত ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, ব্যবহার ও প্রদর্শণীর উপর বিশেষ গুরুত্বপায়। দিবসটির উপর বিশেষ চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।