জাতীয়

২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে

By Daily Satkhira

June 19, 2018

দেশের খবর: পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, দেশের ২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে রয়েছে। সরকার এসব বনভূমি উদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, এ যাবত দেশের প্রায় ২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে রয়েছে। মূলত অনেক আগে থেকেই প্রত্যন্ত অঞ্চলের সরকারি বনাঞ্চলের নিকটবর্তী জনসাধারণ চাষাবাদ, বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণের কারণে বনভূমি জবরদখল হয়েছে।

‘পরবর্তীতে শিল্পায়ন, নগরায়ন, পাকা সড়ক নির্মাণ, হাট-বাজার স্থাপনের কারণে বনভূমি বেদখল হয়েছে। তবে বর্তমানে ব্যাপক প্রচার-প্রচারণা এবং সরকারের তৎপরতার ফলে নতুন করে বনভূমি জবর দখলের সুযোগ নেই।’

তিনি বলেন, বেদখলকৃত সরকারি ভূমি উদ্ধারের জন্য স্থানীয় পর্যায়ে প্রতিটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সহকারী বন সংরক্ষককে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ চলমান রয়েছে।