সাতক্ষীরা

আওয়ামী লীগ নেতা মানিকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

By daily satkhira

November 24, 2016

প্রেসবিজ্ঞপ্তি: ২০১৩ সালে জামায়াত-শিবিরের হামলায় নিহত রবিউল ইসলাম হত্যাকা-ের বিচার বাধাগ্রস্ত করতে তার ভাই সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন মানিকে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ষড়যন্ত্র ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালের ২৬ আগস্ট জামায়াত-শিবিরের নৃশংসতায় নিহত রবিউল ইসলাম হত্যাকা-ের বিচার বাধাগ্রস্ত করতে সংশ্লিষ্টরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে ২০ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তার বিরুদ্ধে মিথ্যা নানা অভিযোগে কুচক্রীরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করে। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। তার সুনাম ক্ষুণœ করতে এবং তার ভাইয়ের বিচার বাধাগ্রস্ত করতে কুচক্রীরা ওই মানববন্ধন করে। সংবাদ সম্মেলনে তিনি ষড়যন্ত্র ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার সাথে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন উপস্থিত ছিলেন।