ফিচার

২৩ জুন গণভবনে আ. লীগের বর্ধিত সভা, যাচ্ছেন সাতক্ষীরার নেতারাও

By Daily Satkhira

June 21, 2018

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই সভায় সরকারের উন্নয়ন প্রচার, অভ্যন্তরীণ কোন্দল নিরসন, বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ভিডিও ও স্থিরচিত্র জনগণের সামনে তুলে ধরবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠনের নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাছাড়া দলের পক্ষ থেকে আগামী নির্বাচনের বিশেষ দিক-নির্দেশনা দেওয়া হবে ।

আওয়ামী লীগের নেতারা বলেন, বিশেষ বর্ধিত সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সমূহ জনসম্মুখে তুলে ধরা হবে। বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা এবং বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনামূলক উন্নয়ন চিত্র তুলে নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠনের নির্দেশনাও দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৩ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। এই সভায় সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেবেন। সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, জেলা/মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্যরা, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ+মহিলা), সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র, সকল মহানগরের অন্তর্গত প্রতিটি থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

এই সভায় প্রায় ৪ হাজার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী উপস্থিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এবং সভায় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা দিক নির্দেশনা থাকবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির পক্ষ থেকে বিশেষ বর্ধিত সভায় বিএনপির অতীতের কার্যক্রম ও বিএনপি ২০০১ থেকে ২০০৬ এবং তার পরে যে তাণ্ডব করেছে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যে অত্যাচার করেছে সেই ভিডিও চিত্রগুলো আমরা ব্যাপকভাবে প্রচার করবো। এছাড়া নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে বর্ধিত সভায় পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলেও তিনি জানান।