খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারত-পাকিস্তান লড়াই

By Daily Satkhira

June 22, 2018

খেলার খবর: এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় হকি দলের৷ কমনওয়েলথ গেমসের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের৷

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ৩৬টি সংস্করণে ভারত কখনও চ্যাম্পিয়ন হয়নি৷ একবারই মাত্র ফাইনালে উঠেছিল তারা৷

২০১৬ সালে লন্ডনে অনুষ্ঠিত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে পেনাল্টি শুট-আউটে হেরে যায় ভারত৷

তার আগে টুর্নামেন্টে ভারতের সাফল্য বলতে ১৯৮২ সালে নেদারল্যান্ডসের আমস্টিলভীনে তৃতীয় স্থান দখল করেছিল তারা৷

এবার নেদারল্যান্ডসেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর৷ স্বাভাবিকভাবেই ভালো কিছু করে দেখানোর বিষয়ে আশাবাদী ভারত৷

অন্যদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অত্যন্ত ধারাবাহিক দল৷ তিনবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও সাতবার রানার্সআপ হয়েছে তারা৷ সাতবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা৷ সাতবার চতুর্থ হয়েছে৷

অর্থাৎ ৩৬ বারের মধ্যে ২৪ বার শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান৷ ভারত সেখানে সাতবার চতুর্থ স্থান মিলিয়ে মোট নয়বার শেষ চারে জায়গা করে নিতে পেরেছে৷

কমনওয়েলথ গেমসের ব্যর্থতায় কোচ বদল হয়েছে ভারতের৷ হরেন্দ্র সিংয়ের কোচিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দিয়েই নতুন অভিযান শুরু করবে ভারত৷ বিশ্ব ব়্যাংকিংয়ে পাকিস্তানের (১৩) তুলনায় ভারত (৬) বেশ কিছুটা এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে দু’দলের মধ্যে ফারাক খুঁজে পাওয়া মুশকিল৷

তাছাড়া নতুন পাক কোচ রোলান্ট ওল্টমান্স দীর্ঘদিন ভারতকে কোচিং করানোর সুবাদে ভারতীয় দলের শক্তি-দুর্বলতা ভালো করেই বোঝেন৷ এই বিষয়টাই চিন্তায় রাখতে পারে ভারতীয় শিবিরকে৷

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ ছাড়া ভারত ২৪ জুন আর্জেন্টিনা, ২৭ জুন অস্ট্রেলিয়া, ২৮ জুন বেলজিয়াম ও ৩০ জুন আয়োজক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে৷ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হবে ১ জুলাই৷