বিনোদন

রাতের অনুষ্ঠানের জন্য তামান্নার দাবি ১ কোটি ২০ লাখ রুপি

By Daily Satkhira

November 25, 2016

ডেস্ক: বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় অভিনয় করে দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তা একটু বেশিই তামান্না ভাটিয়ার। সিনেমায় আইটেম গানে পারফর্ম করেও দর্শকদের মন জয় করেছেন।

শোনা যাচ্ছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একটি অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব পেয়েছেন এ অভিনেত্রী। এ জন্য আয়োজকদের কাছে মোটা অঙ্কের পারিশ্রমিকও দাবি করেছেন এ অভিনেত্রী।

চেন্নাইয়ের একটি হোটেল ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তাব দেয়া হলে ১ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিক দাবি করেছেন তামান্না।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, তামার এ দাবি মেনে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে তামান্না অভিনীত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন।