সাতক্ষীরা

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের স্মারকলিপি প্রদান

By daily satkhira

June 24, 2018

নিজস্ব প্রতিবেদক : ৬০বছরের উর্দ্ধে খেতমজুর দিনমজুরদের পেনশন, মাসিক ভাতাসহ ৬ দফা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেনের কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, খেতমজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অজিত কুমার রাজবংশী, সিনিয়র সহ-সভাপতি কালিপদ, সাধারণ সম্পাদক নির্মল সরকার, সহ-সভাপতি আব্দুল করিম, যুগ্ম সম্পাদক আ: আহাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, আইন সম্পাদক প্রফুল্ল মন্ডল(ইউপি সদস্য), হাফিজুল মোড়ল, সদস্য মুক্তিযোদ্ধা সাবান আলী, ইউপি সদস্য আশুরা বেগম, অনাদী সরকার, আ: রকিব, মোছাঃ রহিমা বেগম, প্রকাশ, মুক্তিযোদ্ধা সাজ্জাত আলী, আইয়ুব আলী মোড়ল প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমহূ- ৬০ বছরের অধিক বয়সের খেতমজুর-দিনমজুরদের ২ লক্ষ টাকা এককালীন পেনশনভাতা এবং মাসিক ৩ হাজার টাকা ভাতার বরাদ্দ করা। খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবিদের নিবন্ধন ও কার্ড প্রদান এবং কাজের ব্যবস্থা করা। খেতমজুরদের রেশনিংয়ের ব্যবস্থা রাখা ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের ব্যবস্থা করা। খেতমজুরদের ছেলে মেয়েদের আলাদা শিক্ষা ভাতা প্রদান করা। দরিদ্র শ্রমজীবিদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা। খেতমজুরসহ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের বসতবাড়ি তৈরির ব্যবস্থা করা। আগামী ২০১৮-১৯ অর্থ বছরে খেতমজুরদের ভাগ্যের উন্নয়নের উল্লেখিত দাবি সমূহ জাতীয় সংসদের উত্থাপন ও বাস্তবায়নে সবাত্মক সহযোগিতা কামনা করেছেন খেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ।