শ্যামনগর

সুন্দরবনের মাছ শিকারের অপরাধে ৫ ভারতীয় জেলেকে আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর

By daily satkhira

November 25, 2016

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ভারতীয় ৪ জেলেকে আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে সুন্দরবন বনবিভাগ ও বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুরে সুন্দরবনের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে স্মার্ট পেট্রেল টিমের সদস্যরা তাদের আটক করার পর কৈখালী ষ্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতীয় বিএসএফ’র কাছে তাদের হস্তান্তর করে। ফেরত দেয়া জেলেরা হলেন, ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার মুড়াখালী গ্রামে মৃত জিল্লুর সরদারের ছেলে হোছেন সরদার এবং একই গ্রামের কামাল সরদারের ছেলে এবাদুল্যা সরদার, জামাল সরদারের ছেলে খায়রুল সরদার ও হারা সরদার এবং খায়রুল সরদারের ছেলে কারিমুল্যা সরদার। এসময় একটি ট্রলারসহ মাছ ধরার আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহল দেওয়ার সময় বাংলাদেশের জলসীমানা হতে এসব জেলেদের আটক করা হয়। পরে তাদের বনবিভাগ ও বিজিবি যৌথভাবে ভারতীয় বি,এস,এফ এর কাছে হস্তান্তর করা হয়।