শ্যামনগর

নুরনগরে বীজ ধানের সংকট সৃষ্টি করে দাম বেশি নেওয়ার অভিযোগ

By Daily Satkhira

June 25, 2018

পলাশ দেবনাথ, নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগরে ধানের বীজের সংকট সৃষ্টি করে দাম বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরসার মৌসুম শুরু হলেই কৃষক জমিতে ধান চাষের জন্য বীজতলা তৈরী করে এবং ধানের বীজ ক্রয় করে বপন করে। কিন্তু কিছু অসাধু ব্যাবসায়ীরা এই সময়ে ধানের বীজ গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে ধানের বীজ বিক্রয় করছে বলে জানা গেছে। একাধিক কৃষক অভিযোগ করে বলে ডিলার সহ দোকানদারা ধানের বীজের অল্প কয়েকটা বস্তা সামনে রেখে বাকি গুলো গুদামে লুকিয়ে রেখে বলছে ,বীজ সরবরাহ কম তাই দাম বেশি দিতে হবে। কৃষকের কথার মিল খুঁজতে সরেজমিন গিয়ে দেখা যায় নুরনগর বাজারের প্রর্তেকটি ধানের বীজ বিক্রয়ের দোকান গুলোর নিজস্ব গোডাউন আছে এবং পর্যাপ্ত পরিমানে ধানের বীজ গোডাউনে মজুত করে রাখা আছে। এছাড়া ধানের বীজের বস্তার গায়ে প্রতি কেজি বীজের দাম ৬২ থেকে ৬৩ টাকা নির্ধারন করা থাকলেও বিক্রয় করছে প্রতি কেজি ৭২ হতে ৭৩ টাকা দরে। কৃষককে চড়া দামে ধানের বীজ কিনতে বাধ্য করছে যে সকল ব্যাবসায়ীরা তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তার জরুরী ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসি।