জাতীয়

নাশকতার অডিও ফাঁস, বিএনপির মেজর মিজান গ্রেপ্তার

By Daily Satkhira

June 26, 2018

দেশের খবর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর সিটি নির্বাচনে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ডিবি পুলিশের একটি অভিযান ছিল ওটা।

কন্সপেরেসি লিক নামক একটি ইউটিউব চ্যানেল মেজর (অব.) মিজানের কথপোকথনের অডিওটি প্রকাশ করে বলে দাবি করা হয়েছে। ওই অডিও ক্লিপটি যে মেজর (অব.) মিজানের তা নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।

এদিকে পুলিশ জানিয়েছে, ফোনের অন্য প্রান্তে যে ব্যক্তি কথা বলছিলেন তার নাম সাইফুল ইসলাম। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের স্থানীয় নেতা।

ফাঁসকৃত অডিও ক্লিপটি শুনুন-

অপর প্রান্ত থেকে: স্লামালাইকুম।

মেজর অব. মিজানুর রহমান: ওয়ালাইকুম সালাম। কেমন আছো?

অপর প্রান্ত: আছি মোটামুটি।

মেজর মিজান: আচ্ছা, তোমাদের এখান থেকে যে কাশিমপুর ইউনিয়নের যে ভোটকেন্দ্র, কতটুক দূর?

অপর প্রান্ত: মানে আমাদের পাশেরডা হইলো এক নম্বর ওয়ার্ড।

মেজর মিজান: হ্যাঁ, এটা তোমাদের এখান থেকে কতটুকু দূর, ভোটকেন্দ্রটা?

অপর প্রান্ত: এই ১৮ কিলো হইবো। এক নম্বর ওয়ার্ডে কেন্দ্র হইলো তিনটা।

মেজর মিজান: আচ্ছা, ওখানে তোমাদের ক্লোজ বন্ধু-বান্ধব আছে?

অপর প্রান্ত: হ্যাঁ।

মেজর মিজান: আচ্ছা, এখানে আমাকে একটা ছেলে পাড়লে দু্টই ছেলে দাও। যারা আওয়ামী লীগের ব্যাচ লাগিয়ে ঘুরতে পারবে। এরকম কিছু ছেলে ম্যানেজ করতে পারবা?

অপর প্রান্ত: হ্যাঁ, এরকম আছে।

মেজর মিজান: আছে? প্রয়োজনে আওয়ামী লীগের লোক নাও, যারা মনে মনে বিএনপি। আছে এমন?

অপর প্রান্ত: জি আছে।

মেজর মিজান: তিনটা ছেলে সিলেক্ট করো। তিনটা ছেলে সিলেক্ট করো, হ্যাঁ? ওরা নৌকার ব্যানার নিয়ে ঘুরবে। ওদের আমি বলে দেবো। ওদের টাকা-পয়সা দিয়ে দেবোনে। আমি ইলেকশনের দিন যন্ত্রপাতি দিয়ে দেবোনে। তুমি ছেলে তিনটা আগে সিলেক্ট করো। তিন সেন্টারের জন্য তিনজন। ওকে?

অপর প্রান্ত: ওকে।

মেজর মিজান: ওকে। শোনও, শোনও শোনও শোনও। যে পোলিং সেন্টারটা, মানে যেকোনও তিনটা পোলিং সেন্টারের যেকোনও একটা সেন্টারের পাশে আমাদের লোকের বাড়ি থাকতে হবে। যে বাড়ির জানালার পাশে বসে… দোতলা কিংবা তিনতলা বাড়ি থাকলে ভালো হয়।

অপর প্রান্ত: আমি রেডি করবোনে ।

মেজর মিজান: হ হ রেডি করো, আর তিনটা ছেলেকে রাখবা, অন্য কাজে। ওই তিনটা ছেলে আওয়ামী লীগের ব্যাচ লাগিয়ে ঘুরবে।

অপর প্রান্ত: আচ্ছা, ঠিক আছে।

মেজর মিজান: আচ্ছা, ঠিক আছে।