নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র সহ কিশোর শীল (৩৮) নামে এক ডাকাতকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রাম থেকে তাকে আটক করে। এসময়ে তার কাছ থেকে ১ টি পাইপ গান ও ৫ রাউন্ড তাজা কার্তৃজ জব্দ করে। সে বাগেরহাট জেলার মংলা থানার দিঘরাজ গ্রামে কৃষ্ণপদ শীলের ছেলে। র্যাব-৬ এর উপ-পরিচালক (ডিএডি) জয়নাল আবেদীন জানান, ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশের খবর গোপনে জানতে পেরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সুন্দরবনে বনদস্যুতার কথা স্বীকার করেছে কিশোর শীল। অস্ত্র সহ তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাকালে কিশোর শীল জানায়, প্রথম পর্যায়ে সে রামপাল এলাকায় শহিদুল বাহিনীর সক্রিয় সদস্য ছিল। সেখানে ৬ বছর যাবৎ সুন্দরবনে বনদস্যুতার সাথে জড়িত ছিল। শহিদুলের মৃত্যুর পর দল ত্যাগ করে বনদস্যু ন’ভাই বাহিনীতে যোগ দেয়। পরবর্তীতে ন’ভাই বাহিনী র্যাবের হাতে আত্মসর্মপনের পরে দল ত্যাগ করে। মুন্সিগঞ্জ এলাকায় বনদস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক তাকে সুন্দরবনে বনদস্যুতার জন্য নিয়ে এসেছে। তার দুই ছেলে মেয়ে সহ স্ত্রী বর্তমানে ভারতে নদিয়া জেলায় বসবাস করছে জানায়।