সাতক্ষীরা

সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ ও সনাক এর মতবিনিময়

By daily satkhira

June 28, 2018

২৮ জুন ২০১৮ বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে পৌর কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে পৌর মেয়র মো. তাজকিন আহম্মেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই ২০১৮ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা আয়োজনের আলোচনা হয়। আগস্ট ২০১৮ মাসে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌর পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে জন অংশগ্রহণ বাড়াতে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ‘জনগণের মুখোমূখি অনুষ্ঠান-২০১৮’ আয়োজনের সিদ্ধান্ত হয়। পৌর মেয়র পৌরসভার সকল সেবা এবং সবুজ জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতি ব্যক্ত করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিবাইবি’র সহযোগিতা কামনা করেন এবং আগামী সেপ্টেম্বর ২০১৮ মাসে সবুজ জলবায়ু তহবিলের কেএফডব্লিউ প্রকল্প নিয়ে ১টি জন অবহিতকরণ সভা আয়োজন করতে সনাক সাতক্ষীরাকে অনুরোধ জানান। পৌর মেয়র বক্তব্যে বলেন, ‘আজকের সভা থেকে কেএফডব্লিউ প্রকল্পের অর্থ ছাড়করণে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) হেডকোর্য়াটারের সাথে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কর্তৃক এডভোকেসি কার্যক্রম পরিচালনার জন্য সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ মেয়র জানান, পৌর কর্তৃপক্ষের ব্যস্ততার জন্য সনাক ও টিআইবি’র সহযোগিতায় ওয়ার্ড সভা করা সম্ভব হয়নি। ডব্লিউসি ও টিএলসিসি কমিটির সাথে প্রাক বাজেট আলোচনা করা হয়েছে। তবে টিআইবি ও সনাক এর পরামর্শক্রমে সাতক্ষীরা পৌরসভাকে একটি জবাবদিহিমূলক ও সেবা বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সচেষ্ট আছি। এ ছাড়া সাতক্ষীরার প্রাণ ‘প্রাণ সায়র খাল’ রক্ষার জন্য করণীয় ঠিক করতে বাংলদেশ পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন অংশীজনকে নিয়ে অপর ১টি পরামর্শ সভা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, পৌরসভার ৪,৫ ও ৬ নং সংরক্ষিত আসনের কান্সিলর অনিমা রানী মন্ডল সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ উপস্থিত ছিলেন।