কলারোয়া

কলারোয়ায় হস্তান্তরকৃত বাংলাদেশি তরুণী শেল্টার হোমে

By Daily Satkhira

June 28, 2018

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক এক বাংলাদেশি তরুনীকে বিজিবির বুধবার সন্ধ্যায় উপজেলার ভাদিয়ালীর ১৩/৩ এসএর ৭আরবি সীমান্তের বিজিবি-বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই তরুনীকে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত তরুনী যশোরের অভয়নগরের নওয়াপাড়ার তরফদরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা মুরশিদা খাতুন (১৭)। কাকডাঙ্গা বিজিবির হাবিলদার সোহরাব হোসেন জানান- বুধবার সকালে অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে পতাকা বৈঠকের তাকে হস্তান্তর করে। পরে মুরশিদার কাছ থেকে তার অসহায়ত্বের করুন কাহিনী জেনে বিষয়টি বিজিবি সাতক্ষীরার জাস্টিস কেয়ার এনজিও সংস্থাকে অবহিত করে। এ ঘটনায় কাকডাঙ্গা বিওপির বিজিবির মাধ্যমে ও কলারোয়া থানার সহায়তায় ওই মেয়েকে আইনী সহায়তা দিতে জাস্টিস কেয়ারের সেন্টার ইনচার্জ মারুফা সুলতানা তাদের শেল্টার হোমে নেন বলে জানা গেছে।