খেলা

হেরেও নক-আউটে জাপান; কার্ডে কপাল পুড়ল সেনেগালের!

By Daily Satkhira

June 28, 2018

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আজই গ্রুপ পর্ব শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় সবগুলো গ্রুপ থেকে নক-আউট দলগুলো নিশ্চিত হয়ে গেছে।

আজ রাত ৮টায় ‘এইচ’ গ্রুপের নক-আউটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া-সেনেগাল এবং পোল্যান্ড-জাপান। দুই লড়াইয়ে কলম্বিয়া, জাপান আর সেনেগাল- তিন দলের সামনেই ছিল শীর্ষস্থানের হাতছানি। আবার ছিল বাদ পড়ার শঙ্কাও। শেষ পর্যন্ত হিসাব যা দাঁড়াল, তাতে সেনেগালের আফসোস করা ছাড়া কিছু করার নেই!সামারায় খেলায় সেনেগালকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হারে জাপান। কিন্তু হেরেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে জাপান। তাদের সঙ্গে পয়েন্ট এবং স্কোরলাইন এক হলেও বাদ পড়ে গেছে সেনেগাল! কারণ হলুদ কার্ড! সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান ৪। আফ্রিকান দেশটির চেয়ে ডিসিপ্লিনারি রেকর্ডে এগিয়ে ছিল এশিয়ার দেশটি। কোনো দলই লাল কার্ড দেখেনি। তবে জাপানের হলুদ কার্ড ৪টি, সেনেগালের ৬টি।এই হলুদ কার্ডই কপাল পুড়ল সেনেগালের। তাদের বিদায়ের সঙ্গে সঙ্গে রাশিয়া বিশ্বকাপে আফ্রিকানদের খেলা শেষ হয়ে গেল। অন্যদিকে সেনেগালকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে গেল দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পর নক-আউটে যাওয়া দক্ষিণ আমেরিকার চতুর্থ দল তারা। অন্যদিকে এশিয়ার একমাত্র দেশ হিসেবে নক-আউটে উঠে গেল জাপান।