খেলা

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে কে কার প্রতিপক্ষ

By Daily Satkhira

June 29, 2018

‘জি’ গ্রুপের চার দলের লড়াই দিয়ে শেষ হল রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ৷ শনিবার থেকে শুরু হচ্ছে শেষ ষোল অর্থাৎ প্রি-কোয়ার্টার পর্বের লড়াই৷ একনজরে দেখে নিন শেষ ষোলতে কোন দল কার প্রতিপক্ষ হতে চলেছে৷

৩০ জুন-

উরুগুয়ে বনাম পর্তুগাল। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে অপেক্ষায় ফুটবলবিশ্ব৷

আর্জেন্টিনা বনাম ফ্রান্স। অবশ্যই কঠিন লড়াই৷ একদিকে ফ্রান্স গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে প্রি-কোয়ার্টারে৷ অন্যদিকে ঘাম ঝড়িয়ে শেষ ষোলেতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার ফ্রান্সের বিরুদ্ধে মেসিরা লড়াই করে জিততে পারে কিনা সেটাই দেখার৷

উরুগুয়ের বিরুদ্ধে লড়াইয়ে রোনালদোর পর্তুগাল জিতলে এবং আর্জেন্টিনা ফ্রান্সকে হারাতে পারলে বিশ্বকাপের কোয়ার্টার পর্বে রোনালদো বনাম মেসির লড়াই দেখার সুযোগ পাবে ফুটবল অনুরাগীরা৷

১ জুলাই-

স্পেনের মুখোমুখি আয়োজক রাশিয়া৷ গ্রুপ পর্বে সৌদি আরবের বিরুদ্ধে ৫-০ জয় দিয়ে লড়াই শুরু করে মিশরকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে নকআউটে পৌঁছেছে রাশিয়া৷ অন্যদিকে শক্তিশালী স্পেন শেষ ম্যাচে মরক্কোর কাছে আটকে গিয়ে ম্যাচ ড্র করেছে৷ তাই অঘটনের গন্ধ পাচ্ছেন ফুটবলবোদ্ধারা৷

ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক৷ চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়ে চমক দিয়েছে মদ্রিচরা৷ তাঁদেরকে কেই চ্যাম্পিয়ন না ধরলেও ক্রোয়েশিয়া অঘটন ঘটাতে তৈরি৷ পুতিনের দেশে মদ্রিচরা কতদূর পর্যন্ত যেতে পারে, সেই দিকে চোখ রয়েছে ফুটবলবিশ্বের৷

২ জুলাই-

ব্রাজিল বনাম মেক্সিকো। সোমবার এই ম্যাচকে অনেকেই অঘটনের ম্যাচ হিসেবে দেখছেন৷ মেক্সিকো গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়া রাশিয়ার কাপযুদ্ধ জমিয়ে দিয়েছিল৷ অন্যদিকে হেক্সা জয়ের পথে একধাপ এগুতে তৈরি নেইমাররা৷

বেলজিয়ামের প্রতিপক্ষ জাপান৷ এশিয়ার দেশটি অবশ্য অঘটন ঘটিয়ে নজির লিখতে চাইবে৷ তবে হ্যাজার্ড, লুকাকুদের বিরুদ্ধে জয় পাওয়াটা সহজ কাজ নয়৷

৩ জুলাই-

সুইডেনের মুখোমুখি সুইজারল্যান্ড৷ রাশিয়ায় আন্ডারডগ দেশগুলিই শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে দারুণ পারফর্ম্যান্স করেছে৷ সেই বিচারে এই দুই দেশের লড়াই জমবে বলেই মত ফুটবলমহলের৷ গ্রুপের শেষ ম্যাচে সুইডেন ৩-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে৷ ফলে এই দলকে নিয়েও প্রত্যাশা করাই যায়৷

কলম্বিয়া বনাম ইংল্যান্ড৷ হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে,বলার অপেক্ষা রাখে না৷ একদিকে শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে সন্মানের লড়াই হেরে মাঠে নামবে ইংল্যান্ড৷ অন্যদিকে জাপানের কাছে প্রথম ম্যাচ হারের পর টানা দু’ম্যাচ জিতে প্রি-কোয়ার্টারে উঠেছে কলম্বিয়া৷ রদ্রিগেজরা যে থ্রি-লায়ন্সদের সহজে ছেড়ে দেবে না তা বলার অপেক্ষা রাখে না৷