সাতক্ষীরা

নাগরিক আন্দোলন মঞ্চের সভায় ; সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও সুপেয় পানি সরবারহের দ্রত ব্যবস্থা দাবি

By daily satkhira

June 30, 2018

প্রেস বিজ্ঞপ্তি: নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার জরুরি সভায় সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও পৌর এলাকায় সুপেয় পানি সরবারহে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলী নূর খান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সনাক সাতক্ষীরার সভাপতি কিশোরী মোহন সরকার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, ইঞ্জি: আবিদুর রহমান, স্বপন কুমার শীল, ওবায়েদুস সুলতান বাবলু, মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, আশরাফ কামাল, মশিউর রহমান পলাশ, এড. মুনির উদ্দীন, উদীচী সাতক্ষীরার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রওনক বাশার, নির্মল সরকার, শ্যামল ঘোষ, মফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, অল্প কয়েকদিনের বৃষ্টিতেই সাতক্ষীরা পৌরসভার পূর্ব এবং পশ্চিমাঞ্চলে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এই সব এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা না হলে ভরা বর্ষা মৌসুমে বিভিন্ন নতুন নতুন এলাকা বর্ষার পানিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হবে। নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ বর্ষা মৌসুমের আগের থেকেই জনপ্রতিনিধি ও স্থাণীয় প্রশাসনের নিকট জলাবদ্ধতা নিরসনের জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানালেও তার কোন সুরাহা হয়নি। সাতক্ষীরা পৌরসভা সহ জেলার বিভিন্ন নতুন নতুন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া সাতক্ষীরা পৌরসভার সকল রাস্তাঘাট, খানা খন্দকে ভরে উঠেছে। একটু বর্ষা হলেই স্কুল কলেজ ছাত্র-ছাত্রী, অফিস গামী ও সাধারণ জনগণ কাদাপানিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়াও রয়েছে সাতক্ষীরা শহরে বিভিন্ন এলাকায় ব্যপক জানজট। মেইন রাস্তার পাশে যত্রতত্রভাবে ভারি জানবহন দাড় করিয়ে রাখার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সাতক্ষীরা শহরে সুপেয় পানির কোন ব্যবস্থা নেই। এব্যাপারে পৌরসভাকে বার বার জানানোর সত্ত্বেও তারা কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এই সকল বিষয়গুলি দ্রত সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দ। এছাড়াও সাতক্ষীরায় দ্রুত রেল লাইন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সুন্দর বনকে পরিবেশ বান্ধব পর্যটন এলাকা ঘোষণা, ভোমরা স্থল বন্দরের সকল প্রকার মালামাল আমদানি ও রপ্তানীর সুযোগ সুবিধাসহ আধুনিকায়নের ব্যবস্থা করা, প্রাণসায়র, মরিচ্চাপ, বেতনাসহ সকল নদী, খাল ও সংযোগ খাল খনন করার দাবি জানানো হয় সভায়। সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী এক সপ্তাহের মধ্যে সাতক্ষীরা পৌর এলাকার পৌর সেবা-পরিসেবা সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানের দাবিতে নাগরিক আন্দোলন শুরু করা হবে। এছাড়াও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস এর স্মরণে আগামী ২০ জুলাই সাতক্ষীরায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে এবং স্মরণিকা প্রকাশ করা হবে। আগামী ১৩ জুলাই শুক্রবার সকাল ১০টায় নাগরিক আন্দোলন মঞ্চের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।