আশাশুনি

ক্রীড়ামোদী, ক্রীড়া প্রেমিক জার্মানির একনিষ্ঠ ভক্ত

By daily satkhira

June 30, 2018

প্রেস বিজ্ঞপ্তি : ক্রীড়া মোদী, ক্রীড়া প্রেমিক বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তরিক সমর্থন কারীর ন্যায় বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের মোঃ রজব আলী পিং-মৃত ইমান আলী, আ:রহমানদের মত আরও অনেক ফুটবল প্রেমীভক্তবৃন্দ যারা ক্রীড়াঙ্গনের দৃশ্য দেখার নিরলসও গুনমুদ্ধ জার্মানীর সমর্থক ও একনিষ্ঠ ভক্ত, প্রেমিক ও শুভাকাঙ্খী। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর ১৯৩৮ সালে জার্মানী -গ্র“প পর্যায়ে বাদ পড়ে। তার পর থেকে পর পর ৪টি চ্যাম্পিয়নশীপ অর্জন করে। ২০১৮ সালে দীর্ঘ ৮০ বছর পর গ্র“প পর্যায় থেকে ছিটকে গেল। দক্ষিণ কোরিয়ার সাথে জার্মানী পরাজয় বরণ করে। এবারে রাশিয়া বিশ্বকাপ ২০১৮ গ্র“প পর্যায় থেকে বাদ পড়া পরাজয়ের গ্লানি জার্মানীর সমর্থক ও ভক্ত প্রেমিকগণ কোন ভাবেই যেন মেনে নিতে পারছেন না। শোকের সাগরে হাবুডুবু খাচ্ছে। সেই দিন থেকেই তারা অনশন শুরু করেছেন। তাদের অনশন ভঙ্গ করাও খুব কষ্ট সাধ্য হয়ে উঠেছে। ওদের মন থেকে যেন সকল আনন্দ ফুরিয়ে বিষাদের সাগরে মগ্ন। তাদের উত্তোলিত জার্মানির পতাকা যেন থেমে থেমে ক্রন্দন করে উঠছে। আর সেই ক্রন্দনের সুর যেন তাদের শোকের মাতঙ্গ বহিয়ে দিচ্ছে। এরকম একনিষ্ঠ জার্মানীর সমর্থক ভক্ত পাওয়া খুবই দু:ষ্কর। সত্যই তারা জার্মান প্রেমিক।