শ্যামনগর

সংবাদ প্রকাশের ভয়ে স্ত্রীর স্বীকৃতি পেল মুসলিমা

By daily satkhira

June 30, 2018

পলাশ দেবনাথ নুরনগর : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামে সংবাদ প্রকাশের ভয়ে স্ত্রীর স্বীকৃতি পেল মুসলিমা। দুলাবালা গ্রামের সাত্তার শেখের মেয়ে মুসলিমা খাতুন (২৮)স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়ীতে অবস্থান করছিল। অনেক দিন যাবৎ বাবার বাড়ী থাকার সুবাদে একই গ্রামের আলী গাজীর ছেলে ২ সন্তানের জনক ইছা গাজী (৪৫) সাথে অবৈধ্য সম্পর্কে জড়িয়ে পড়ে মুসলিমা। একপর্যায় মুসলিমার গর্ভে সন্তান আসলে বিবাহের জন্য চাপ দিতে থাকে ইছা গাজীকে। প্রথম দিকে ইছা গাজী বিবাহ করতে অস্বীকার করলে, বিষয়টি এলাকায় জানা জানি হয় এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েক বার চেষ্টা করেও কোন সমাধান করতে না পারায় সর্ব শেষে সাংবাদিকরা বিষয়টি জানতে ঘটনা স্থলে যায়। মুসলিমা সহ তার পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে মুসলিমার গর্ভের সন্তানের পিতা ইছা গাজী বলে জানায় তারা। বিষয়টি নিয়ে ইছা গাজীর সাথে কথা বলার জন্য তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। সাংবাদিকরা ঘটনা স্থল থেকে চলে আসার পর, সংবাদ প্রকাশে ভয়ে স্থানীয় গন্যমান্যদের পরামর্শে মুসলিমাকে বিবাহ করেছে ইছা গাজী বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত হতে অত্র এলাকার বিবাহ রেজিষ্টার মহব্বত হুজুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল রাতে তাদের বিবাহ হয়েছে।