নলতা প্রতিবেদক: অন্যান্য বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় মিশন অফিসের সভা কক্ষে ৩০ জুন, শনিবার সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত এভাবে ৩দিন ব্যাপী আসন্ন পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উক্ত ফ্রি প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। “¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” পীর কেবলার এ মহান ব্রতকে সামনে রেখে নলতা পাক রওজা শরীফে শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দীন আহমদ’র বিশেষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হজ্জ প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্জ কাজী জিলানী। উদ্বোধনী দিনে নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষকের সভাপতিত্বে মিশন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. ইউনুস, অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, মো. আবুল ফজল, মো. এনামুল হক খোকন, মো. মুজিবর রহমান, মো. মহসিন আলী হালদার ও মো. খায়রুল হাসান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান। পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালার ১ম দিনে স্থানীয় সহ বিভিন্ন এলাকা হতে আগত হজ্জ গমনেচ্ছু ৫৩ জন পুরুষ-মহিলা অংশগ্রহণ করেন। এসংখ্যা আগামী ২ দিনে আরও বৃদ্ধি পেতে পারে বলে মিশন সূত্রে জানা গেছে।