কালিগঞ্জ

কালিগঞ্জে প্রকল্পের অগ্রগতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

July 01, 2018

নলতা প্রতিবেদক: কৃষি প্রাণবৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ নির্ভর জনগোষ্ঠির আর্থ-সমাজিক সক্ষমতা শক্তিশালীকরণ এবং ক্ষমতায়নে সুশীলন ও প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশ উপকৃলীয় খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার ৬টি উপজেলার ১৮ ইউনিয়নে এ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার রেজিনেন্স ইন কোষ্টাল এরিয়া অব বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মধ্যে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সহায়তা ও প্রশিক্ষন প্রদান করা হয়েছে। উক্ত প্রকল্পের অগ্রগতি সহভাগিদের জন্য ৩০ জুন শনিবার সকাল ১০ টা উপজেলা অফিসার্স ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট‘র সভাপতিত্বে ও সুশীলনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার শ্যামল কান্তি মন্ডল, সুফল ভোগীদের মধ্যে বক্তব্য রাখেণ মৌতলা ইউনিয়নের অসিমা রাণী, নলতা ইউনিয়নের ফতেমা খাতুন, তারালী ইউনিনের মনিষা রাণী, ও সুশীলা রাণী, তারা কেঁচো সার ও কম্পোজ সার মাছের ভেড়ীর উপরে সজবী চাষ, মৎস্য ঘেরে বাগদা চিংড়ী ও কাঁকড়া চাষের প্রশিক্ষন নিয়ে এখন স্বাবলম্বী, সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও প্রকল্পের সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।