আন্তর্জাতিক

ইরাকে ১৩ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

By Daily Satkhira

July 01, 2018

বিদেশের খবর: ইরাকে তাড়াহুড়ো করে ১৩ জন ইসলামিক স্টেট (আইএস) সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সম্প্রতি বাগদাদের উত্তরে আইএস অপহৃত আটজনের মৃতদেহ পাওয়ার পর বন্দি আইএস সদস্যদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল–আবাদির নির্দেশেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মূলত আইএসের হাতে বন্দী আট জনের খুনের বদলা নিতে বৃহস্পতিবার রাতে আইএস বন্দীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন।

গত বুধবার বাগদাদের উত্তরে জাতীয় সড়কের ধারে আইএস–এর হাতে অপহৃত আট জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী আবাদি।

শুক্রবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা জানায় প্রধানমন্ত্রী আবাদির দপ্তর। ওই বন্দীদের সব রকম ক্ষমা প্রার্থনার আবেদনই খারিজ হয়ে গিয়েছিল। তারপরই বৃহস্পতিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর হয়েছে সেসম্পর্কে ইরাক সরকার কিছু না জানালেও সাধারণত, ইরাকে বন্দীদের ফাঁসি দিয়েই মৃত্যুদণ্ড কার্যকর হয়।