শ্যামনগর

শ্যামনগরে গাবুরায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার

By daily satkhira

July 02, 2018

শ্যামনগর অফিস ঃ শ্যামনগর উপজেলাধীন গাবুরা ইউনিয়নে ভাঙ্গন কবলিত নাপিতখালী পাউবো বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত কাজ শুরু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাসুদুল আলমের নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক ভোর থেকে দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজ করে ভাঙনকৃত পাউবো বেড়িবাঁধ সংস্কার করে। পাউবো কর্তৃপক্ষকে তোষামদী করে দীর্ঘদিন কাজ না হওয়ায় অবশেষে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ মেরামত করলেন। বাঁধটি মেরামত হওয়ায় ওই এলাকার মানুষের ভিতরে আতংক দূর হয়েছে কথা বলে জানা যায়। গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুর রহমান জানান, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগিদা দেওয়ার পরেও অদ্যাবধি কোন কাজ হয়নি। ফলে স্থানীয় মানুষের মনে ভাঙন আতংক সৃষ্টি হয়। স্থানীয় জনগণের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে বেড়িবাঁধটি মেরামত করা হয়েছে। ইউনিয়নের অবশিষ্ট ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধগুলি পর্যায়ক্রমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হবে বলে তিনি জানান। এলাকাবাসী সরকারী ও বেসরকারী পর্যায়ে টেকসই বাঁধ নির্মানে জরুরীভাবে আর্থিক বরাদ্দ করে বাঁধ সংস্কার/নির্মান করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।