খেলা

আবারও জাতীয় দলে মুস্তাফিজ, ফিরলেন বিজয়ও

By Daily Satkhira

July 03, 2018

খেলার খবর: দেশসেরা ওপেনার তামিম ইকবালের একজন স্থায়ী সঙ্গী এখনও খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশা জাগিয়েও দীর্ঘ ফর্মহীনতায় ভূগছেন সৌম্য সরকার এবার তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা গেল এনামুল হক বিজয়ের নাম। একইসঙ্গে চোট কাটিয়ে ফিরলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জানুয়ারিতে। মাঝে ছয় মাস টেস্ট আর টি-টোয়েন্টিই খেলেছেন সাকিব-তামিমরা। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন, আবু হায়দার ও আবু জায়েদ রাহী। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ব্যাটিং করে সুযোগ পেয়েছেন লিটন দাস। ওপেনার সৌম্য সরকারের জায়গা হয়নি এই দলে।

এনামুল হক বিজয় গত জানুয়ারিতে দেশের মাটিতেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। ত্রিদেশীয় সিরিজের সেই মঞ্চে তিনি ছিলেন ব্যর্থ। তারপরও তাকে দলে রাখা হয়েছে। দীর্ঘ এক বছর পর জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। গত বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই অল-রাউন্ডার। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছিলেন মুস্তাফিজ। এবার তার মাঠে ফেরার পালা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হবে ২২ জুলাই, গায়না ন্যাশনাল স্টেডিয়ামে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। তৃতীয় ওয়ানডে হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ চৌধুরী।