নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম ও মন্দির পরিদর্শন করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বস্ত্রীক তিনি সেখানে পরিদর্শনে আসেন। হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম ও মন্দিরের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র তাঁকে স্বাগত জানান। রিমঝিম বৃষ্টির মাঝেও দুদক কমিশনার আমিনুল ইসলাম সীমান্ত নদী সোনাই’র তীরে সম্প্রতি তৈরি হওয়া পাকা ঘাটসহ আশ্রম প্রাঙ্গনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন। এসময় হরিদাস ঠাকুরের আদ্যোপান্ত ইতিহাস ও জন্মভিটার ঐতিহ্যের কথা মনোযোগ সহকারে শোনেন তিনি। পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন দুদক কমিশনার। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন দুদকের ঢাকা অঞ্চলের পরিচালক মনিরুজ্জামান, যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল গফফার, খুলনার সমন্বিত উপ-পরিচালক আবুল হোসেন, দুদক কমিশনারের ব্যক্তিগত সচিব রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক শেখ মো. আলকামুন বাবলু, প্রভাষক অসিম কুমার বসু প্রমুখ।
ইটালিতে রফতানির টালি কারখানা পরিদর্শন ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হওয়া কলারোয়ার ঐতিহ্যবাহী টালি প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম। মঙ্গলবার বিকেলে স্বস্ত্রীক তিনি পৌরসভাধীন উত্তর মুরারীকাটি এলাকার বিভিন্ন টাইলস টালি কারখানা পরিদর্শনে আসেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দুদকের ঢাকা অঞ্চলের পরিচালক মনিরুজ্জামান, যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল গফফার, খুলনার সমন্বিত উপ-পরিচালক আবুল হোসেন, দুদক কমিশনারের ব্যক্তিগত সচিব রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সমবায় অফিসার নওশের আলী, কলারোয়া টালি কারাখানা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি গোষ্ট গোপাল পাল, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম ইমাদসহ টালি উৎপাদনকারীরা। পরে তিনি ইউএনও অফিস পরিদর্শন করেন।