সাতক্ষীরা

মাদকাসক্তদের পূনর্বাসনের লক্ষ্যে কবুতর ও মৎস্য পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

By daily satkhira

November 27, 2016

নিজস্ব প্রতিবেদক: মাদকাসক্তদের প্রশিক্ষণ ও পূনর্বাসনের মাধ্যমে সমাজের মুল ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের রাজস্ব খাতের আওতায় ৭দিন মেয়াদী কবুতর ও মৎস্য পালন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তনের সহযোগিতায় রবিবার বিকালে শহরতলীর কাঠালতলাস্থ আবর্তনের ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার দারিদ্র বিমোচন ও ঋণ প্রকল্পের পরিচালক এরশাদ-উর-রশীদ। সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জহরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহীনুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক আব্দুল কাদের, আবর্তণের পরিচালক পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সঞ্জিব কুমার দাশ, হুমায়ুন কবির, সুবীর হাসান, আবুল কালাম, মাদকসক্ত নিরাময় কেন্দ্র আবর্তনের গিয়াস উদ্দীন খান, মনিরুজ্জামান, শাহ জামাল প্রমুখ।