আন্তর্জাতিক

গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না-ভারতীয় সুপ্রিম কোর্ট

By Daily Satkhira

July 04, 2018

বিদেশের খবর: গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র এ আদেশ দিয়েছেন। পাশাপাশি এর সঙ্গে কোনো ধর্মীয় সংশ্লিষ্টতা আনা যাবে না বলে জানিয়েছে তিনি। এমনকি কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বলেছেন দীপক মিশ্র। খবর আনন্দবাজার পত্রিকার।

গো-রক্ষা নিয়ে সংঘটিত সহিংসতার নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’