সাতক্ষীরা

ডিপিও সদস্যদের প্রকল্প অগ্রগতি বিষয়ক সভা

By daily satkhira

November 27, 2016

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সাংবাদিকদের সাথে ডিপিও সদস্যদের প্রকল্প অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের পলাশপোলস্থ ডিআরআরএ’র কার্যালয়ে অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রতিবন্ধীদের জন্য একীভুত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সহযোগিতায় অনুষ্ঠিত প্রকল্প অগ্রগতি বিষয়ক সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এম, রফিক সাংবাদিক রবিউল ইসলাম, এম. বেলাল হোসাইন, শাহজাহান কবির ও প্রতিবন্ধিদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম। সভায় প্রকল্পের অগ্রগতি বিষয়ে উপস্থাপনা করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার মোঃ আবুল হোসেন। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলায় বর্তমানে ২৮ হাজার এর বেশি প্রতিবন্ধি রয়েছে। তারা সবাই আমাদের একটা অংশ। তারা সমাজের বোঝা নয়। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। যেন প্রতিবন্ধিরা তাদের অধিকার পায়। তাদেরকে আমাদের সহযোগিতায় করতে হবে। জেলা ম্যানেজার আবুল হোসেন বলেন তারা ২০১৫ সালে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটায় জেলায় প্রতিবন্ধিদেরকে থেরাপি সেবা বিনামুল্যে ও প্রত্যেক হাসপাতালকে প্রতিবন্ধি বান্ধব করণ সহ একাধিক সেবা প্রদান করলে সে লক্ষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।