দেশের খবর: কোটা সংস্কার আন্দোলনে আটক নেতাদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের ছাত্রীরা।
রোকেয়া হল ও সামছুন্নাহার হলের ছাত্রীদের নিজ নিজ হলের সামনে ব্যানার হাতে মিছিল এবং শ্লোগান দিতে দেখা যায়।
রোকেয়া হলে অবস্থানরত এক ছাত্রী জানান, রাত পৌনে এগারোটায় সাধারণ শিক্ষার্থীরা হলের ভেতর মিছিল বের করে।
গত কয়েকদিনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর হামলার ঘটনায় দেশের শিক্ষাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। তারই প্রেক্ষিতে এই মিছিল বলে জানিয়েছেন ওই ছাত্রী।
বৃহস্পতিবার মানববন্ধন এই মিছিলের ধারাবাহিকতায় রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করার কথা রয়েছে। মানববন্ধনে শুধু ছাত্রীরাই থাকবে বলে জানানো হয়েছে।