শ্যামনগর

সুন্দরবন রেঞ্জের কচুখালী খাল থেকে মুক্তিপনের দাবিতে তিন জেলে অপহরণ

By daily satkhira

November 27, 2016

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে মাছ ধরার সময় তিন জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা। রোববার ভোর দেড়টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী রায়মঙ্গল সংলগ্ন কচুখালী খাল থেকে উক্ত জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে মীরগাঙ গ্রামে দাউদ গাজীর ছেলে রাশেদুল (৩৬), একই গ্রামের বেলাত সরদারের ছেলে রহমত আলী (৩১) ও পার্শ্বেখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে কওসার গাজী (৩৩)। অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামে আজিমুদ্দীন গাজীর ছেলে রমজান আলী জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে কচুখালি খালে মাছ ধরার সময় আলীম বাহিনী সদস্যরা ৫লাখ টাকা মুক্তিপনের দাবীতে তিন জেলেকে অপহরন করে। বনদস্যুরা এ সময় জেলেদের মাছ ও নৌকা লুট করে নিয়ে যায়। বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, অপহরণের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি