খুলনা

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By daily satkhira

November 27, 2016

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বয়ারঝাপা গ্রামের গোপাল চন্দ্র সানার পুত্র বিশ্বজিত কুমার সানা লিখিত বক্তব্যে বলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক আমার হরিখালী মৌজায় ২৬ নং খতিয়ানে পৈত্রিক ৬ বিঘা জমিতে হারীর টাকা না দিয়ে কয়েক বছর ধরে জোরপূর্বক চিংড়ি ঘের করে আসছে। উক্ত জমির হারী টাকা না দিয়ে আমাদের জমিতে জনৈক স্বপনকে দিয়ে গত ২৫ নভেম্বর ঘর বাড়ি বাঁধতে থাকলে তাতে আমরা বাঁধা দিলে চেয়ারম্যান ঘটনাস্থলে এসে আমাকে মারপিট করে এবং আঙ্গুল দিয়ে চোখ তুলতে যায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এ ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ অভিযোগ না নিয়ে তাদেরকে ফেরত দেয়। এ ব্যাপারে চেয়ারম্যান এনামুল হক জানান, তাদের কোন জমিতে আমি চিংড়ি ঘের করি না। ২৫ নভেম্বর বিকালে আমার এলাকায় রেশম কার্ডে চাল বিতরণে ত্র“টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার প্রতিনিধি হিসেবে খাদ্য কর্মকর্তা সাথে ব্যস্ত ছিলাম। কোথাও কিছু ঘটেছে কিনা তা আমার জানা নেই। ওসি মারুফ আহম্মদ জানান, আমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছিল। আমি তাদেরকে বলেছি, চেয়ারম্যানের কোন অভিযোগ হলে সেটি সিভিল প্রশাসনের বিষয়। আইন শৃংখলা বিঘিœত কোন বিষয় হলে সেটি এজাহার হিসেবে নিয়ে আসেন আমি আইনগতভাবে ব্যবস্থা নেব।