খেলার খবর: ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরল ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৯ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে সহজেই ম্যাচ জিতে যায় তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। আগামীকাল সিরিজের ফাইনাল ম্যাচ হবে নটিংহ্যামে।
গতকাল টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ধোনি-কোহলিদের বিরুদ্ধে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না প্লাওয়ার প্লে’তে প্রমাণ করে দেন ব্রিটিশ পেসাররা। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক বলের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ডাগআউটে ফেরেন রোহিত।
অন্য ওপেনার ধাওয়ানের সংগ্রহ ১০। পঞ্চম ওভারের মধ্যেই ফিরে যান লোকেশ রাহুলও। গত ম্যাচের সেঞ্চুরিয়নের এদিন সংগ্রহ মাত্র ৬ রান। ২২/৩ থেকে রায়ানের ২৭ ও কোহলির ৪৭ রানের ইনিংসে ভর করে ১৪৮ রানের সন্মানজনক স্কোর করে ভারত। ২৪ বলে ধোনি করেন ৩২ রান।
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করে দুই উইকেট তুলে নেন জ্যাক বল। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি এদিন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। শচিন-দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে দেশের হয়ে ৫০০টি ম্যাচ খেলার নজির গড়লেন মাহি।
ধোনির কেরিয়ারের স্মরণীয় ম্যাচে অবশ্য জয় উপহার দিতে পারল না ভারত। জেসন রয়কে ১৫ ও জস বাটলারকে ১৪ রান ডাগআউটে ফিরিয়ে শুরুটা ভালই করেছিল ভারত। এরপর ইংল্যান্ডের ইনিংসে হাল ধরেন অ্যালেক্স হেলস। ডান হাতি হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে উমেশ-হার্দিকরা রান খরচ করে বসে। ১৪৯ রান তাড়া করতে নেমে হেলসের ৪১ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে পাঁচ উইকেট সহজ জয় পায় ইংল্যান্ড। হেলসের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয় দিয়ে।