বিদেশের খবর: থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থাই কর্তৃপক্ষ ।
জানা গেছে, নিখোঁজদের সন্ধানে শনিবার (৭ জুলাই) ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছ। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন। নিহতদের বেশিরভাগই চীনা পর্যটক।
নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নৌকাটি সঠিকভাবে নিবন্ধিত ছিল। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি।