কলারোয়া

কলারোয়ায় বঙ্গবন্ধু স্যাটালাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

By Daily Satkhira

July 07, 2018

নিজস্ব প্রতিনিধি: ‘মাদককে না বলুন, ফুটবলকে হ্যা বলুন’ শীর্ষক স্লোগানে কলারোয়ার সোনাবাড়িয়ায় বঙ্গবন্ধু স্যাটালাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাজিরহাট প্রগতি সংঘ। ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে ৪-২ গোলে স্বাগতিক সোনাবাড়িয়াকে পরাজিত করে তারা।

৭ জুলাই শনিবার বিকেলে স্থানীয় সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রফি বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

সোনাবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রভাতি সংঘ ওই টুর্নামেন্টটির আয়োজন করে।

প্রভাতি সংঘের সভাপতি নয়ন রঞ্জন মজুমদারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সোনাবাড়িয়া প্রভাতি সংঘের উপদেষ্টাবৃন্দ- সহযোগি অধ্যাপক হারুন অর রশীদ, সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য আনারুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য রেহেনা পারভীন, জিয়াউল হক, মেঘনাথ, আফসার হোসেন, সহ.সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, ক্রীড়া সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রুহুল কুদ্দুস।

৯জন করে খেলোয়ারের অংশ গ্রহনে আক্রমন- পাল্টা আক্রমনে মুখোরিত ছিলো পুরো খেলা। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কাজিরহাট ৪-২ গোলে সোনাবাড়িয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক সমাগম ছিলো লক্ষ্যণীয়। খেলা পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন। রেফারিং-এ তাকে সহায়তায় ছিলেন আবু সাইদ ও মোশাররফ হোসেন। কলারোয়া নিউজ’র বার্তা সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন খেলার ধারাভাষ্য প্রদান করেন।

এর আগে এসপি সাজ্জাদুর রহমান সেখানে পৌছুলে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে এসপি সহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা গোলদাতাকে বিশেষ পুরষ্কার প্রদান করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান এইড সোনাবাড়িয়া’।