খেলা

এত খারাপ খেলল বাংলাদেশ! হতবাক কিংবদন্তি লয়েড

By Daily Satkhira

July 08, 2018

খেলার খবর: বাংলাদেশের ক্রিকেটের যেন ক্রান্তিকাল চলছে। গত বছরের শেষ থেকে যেন জিততেই ভুলে গেছে টাইগাররা। পরাজয়গুলো এমন লজ্জাজনক হচ্ছে যে, মনে করিয়ে দিচ্ছে ১০ বছর আগের বাংলাদেশ দলকে! আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে সাকিব আল হাসানের দল। প্রথম টেস্টে আড়াই দিনেই হেরেছে ইনিংস এবং ২১৯ রানের বিশাল ব্যবধানে!

বাংলাদেশের এমন পারফর্মেন্সে হতবাক হয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড। ২০০৯ সালে এই বাংলাদেশই তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের টেস্ট এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল! গত দুই বছর কী দুর্দান্তই কাটিয়েছে তারা। কোচ চন্দিকা হাথুরুসিংহের বিদায়ের পর সেই দলই এখন হারতে হারতে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। অল-আউট হয়ে গেছে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে! যা দেখে নিজের বিস্ময় গোপন করতে পারেননি কিংবদন্তি লয়েড।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে স্যার লয়েড বলেছেন, ‘যা আশা করেছিলাম, বাংলাদেশ তার ধারেকাছেও যেতে পারেনি! ওদের পারফরম্যান্স দেখে ভীষণ অবাক হয়েছি। বাংলাদেশ আগেরবার যখন (২০০৯ সালে) আমাদের হারাল, তখন খুব ভালো খেলেছিল। এখন ওরা এমন করল কেন জানি না।’

নিজেদের দলের পারফর্মেন্সের প্রশংসা করে লয়েড বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের এই দলটিতে দারুণ কিছু ক্রিকেটার আছে। আশা করি ভবিষ্যতে ওরা আরও ভালো খেলবে। ক্রেইগ ব্র্যাফেট ও কেমার রোচ দুজনই অনেক দিন ধরে খেলছে। ভালো খেলেছে। বিশেষ করে রোচ। জানি না ও কত দিন খেলবে। তবে নিজের কাজটা সে দারুণভাবে করে যাচ্ছে।’