সাতক্ষীরা

মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে ফায়ার সার্ভিসের মহড়া

By daily satkhira

July 08, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাপ্তাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুলে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমিকম্পে আহত শিক্ষার্থীদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও গুরুতর আহতদের হাসপাতালে পৌছে দিতে ফায়ার সার্ভিসের কার্যক্রম উপস্থাপন করেন। মহড়ায় নেতৃত্ব দেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার স্টেশন অফিসার আজিজুর রহমান। এসময় মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমানের পরিচালনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবিষয়ে স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, বর্তমান সরকার ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রচারের নির্দেশনা দিয়েছেন। যার প্রেক্ষিতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মহলসহ মানুষের সমাগম রয়েছে এমন প্রতিষ্ঠানে দূর্ঘটনার পর মহড়ার মাধ্যমে আমাদের কার্যক্রম সকলকে অবহিত করছি। এরই অংশ হিসাবে সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট এ মহড়ার আয়োজন করা হয়েছে।