আন্তর্জাতিক

রাশিয়ার পরাজয়ের পর যা বললেন পুতিন

By Daily Satkhira

July 08, 2018

খেলার খবর: বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর গ্যালারিতে অনেক রুশ দর্শককে কাঁদতে দেখা গেছে।

রুশ দর্শকরা কষ্ট পেয়েছেন এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এ পরাজয়েও রয়েছে গর্ব করার মতো অনেক কিছু।

শনিবার রাতে ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে মোট ১২০ মিনিট ২-২ গোলে সমানতালে খেলেছে রুশ স্কোয়াড। এরপর তারা টাইব্রেকারে হেরে যায়।

এবার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান ছিল তলানিতে। এ অবস্থা থেকে রাশিয়া কোয়ার্টার ফাইনালে উঠবে তা অনেকে ভাবতেই পারে নি। এ কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ফুটবল দলকে নিয়ে গর্ব করছেন।

তিনি রুশ ফুটবল টিমকে নায়কের দল হিসেবে অভিহিত করেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি (পুতিন) খেলা দেখেছেন এবং দলকে সমর্থন দিয়ে গেছেন। দারুণ খেলেই আমরা বিদায় নিয়েছি। ওরা এখনো আমাদের নায়ক। জীবন দিয়ে খেলেছে, আমরা তাদের নিয়ে গর্বিত।