খেলা

রোহিতের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ ভারতের

By Daily Satkhira

July 09, 2018

খেলার খবর: এই দুজনের পর বড় ইনিংস খেলতে পারেননি আর কেউ। ২৪ বলে ৩০ করে ফিরেছেন হেলস, ১৪ বলে ২৫ বেয়ারস্টো। শেষ পর্যন্ত টিকতে পারেননি ব্যাটসম্যানদের কেউ, ইংল্যান্ড আটকে যায় দুইশর নিচে।

টি-টোয়েন্টিতে প্রথমবার ৪ উইকেট নিয়েছেন পান্ডিয়া। টি-টোয়েন্টিতে প্রথম উইকেটকিপার হিসেবে ধোনি এক ম্যাচে নিয়েছেন ৫ ক্যাচ। প্রথম কিপার হিসেবে ছুঁয়েছেন ক্যারিয়ারে ৫০ ক্যাচও।

ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গ্যানের মতে, তাদের রানটা কম হয়ে গিয়েছিল ২০-৩০ রান। ভারতীয়দের ব্যাটিংয়ে প্রমাণ হয় সেটিই।

রান তাড়ায় তৃতীয় বলেই ছক্কায় শুরু করেন রোহিত। জেইক বলের দুর্দান্ত ক্যাচে শিখর ধাওয়ান ফেরেন ৫ রানে। ১০ বলে ১৯ রান করে লোকেশ রাহুল আউট হন ক্রিস জর্ডানের অসাধারণ ক্যাচে। কিন্ত রোহিত ছিলেন অপ্রতিরোধ্য।

তৃতীয় উইকেটে রোহিতের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন অধিনায়ক বিরাট কোহলি। এই জুটিও ভেঙেছে দারুণ ক্যাচে। ২৯ বলে ৪৩ রান করা কোহলিকে ফিরতি ক্যাচে ফিরিয়েছেন জর্ডান।

ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি তার পরও। পাঁচে প্রমোশন পেয়ে ভারতকে ঝড়ের গতিতে জয়ের দিকে এগিয়ে নেন পান্ডিয়া।

১১ চার ও ৫ ছক্কায় রোহিত অপরাজিত ১০০ রানে। পান্ডিয়ার ইনিংসে ছিল চারটি চার, দুটি ছয়।

দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ট্রেন্ট ব্রিজে যেটি শুরু হবে বৃহস্পতিবার থেকে।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২০ ওভারে ১৯৮/৯ (রয় ৬৭, বাটলার ৩৪, হেলস ৩০, মর্গ্যান ৬, স্টোকস ১৪, বেয়ারস্টো ২৫, উইলি ১, জর্ডান ৩, প্লাঙ্কেট ৯, রশিদ ৪*; চাহার ১/৪৩, উমেশ ২/৩৬, সিদ্ধার্থ , পান্ডিয়া ৪/৩৮, চেহেল ০/৩০)।

ভারত: ১৮.৪ ওভারে ২০১/৩ (রোহিত ১০০*, ধাওয়ান ৫, রাহুল ১৯, কোহলি ৪৩, পান্ডিয়া ৩৩*; উইলি ১/৩৭, বল ১/৩৯, জর্ডান ১/৪০, প্লাঙ্কেট ০/৪২, স্টোকস ০/১১, রশিদ ০/৩২)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা

ম্যান অব দা সিরিজ: রোহিত শর্মা