নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় মাসিক আইনশৃংখলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, সার্বিক আইনশৃংখলা শান্তিপূর্ন রাখা ও কলারোয়া বাজারের পাকা ব্রিজটি সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভায় সভাপতিত্ব করেন। কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, কলারোয়া হাসপাতালের চিকিৎসক ডা. মেহেরুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, মহিলা বিষয়ক কর্মকতা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, মাদরা ও কাকডাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, সহকারী প্রধান শিক্ষক আসাদুর রহমান, প্রভাষক আন্দন মোহন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এদিকে, ওই মিটিং-এর পর একই স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অগ্রগতি’র আয়োজনে ‘শান্তি-সম্প্রতির স্বপক্ষে, উগ্রপন্থার বিপক্ষে’- শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মনিরা পারভীন। অগ্রগতির প্রতিনিধি নুরুল আমিন সভাটি সমন্বয় করেন।